ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ঢাকা ওয়াসার ১১ রাজস্ব পরিদর্শককে বদলি

আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:৩৪ পিএম


loading/img
ফাইল ছবি

কর্তৃপক্ষের যথাযথ কাজের স্বার্থের কথা উল্লেখ করে নিজেদের ১১ জন রাজস্ব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে অন্য জোনে বদলি করেছে ঢাকা ওয়াসা।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে, সম্প্রতি একটি অফিস আদেশ জারি করে এ বিষয়ে অনুমোদন দিয়েছেন ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান।

বিজ্ঞাপন

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য তাদের নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে তাদের যোগদান করতে হবে অন্যথায় তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

জানা গেছে, ১১ জন রাজস্ব পরিদর্শকের মধ্যে রাজস্ব জোন-৫ থেকে রাজস্ব জোন-৩ এ বদলি করা হয়েছে রাজস্ব পরিদর্শক তাজাম্মল হক মোল্লাকে। একইভাবে রাজস্ব জোন-৮ থেকে বদলি করে রাজস্ব জোন-৯ এ দেওয়া হয়েছে খন্দকার মো. জাকির আকরবকে, রাজস্ব জোন-২ থেকে বদলি করে রাজস্ব জোন-১ এ দেওয়া হয়েছে আশকার ইবনে শায়েখকে, রাজস্ব জোন-১ বদলি করা হয়েছে আখতারুজ্জামান মোড়লকে।

রাজস্ব জোন-৭ থেকে বদলি করে রাজস্ব জোন-৩ এ দেওয়া হয়েছে দেলোয়ার হোসেনকে, রাজস্ব জোন-৪ থেকে বদলি করে রাজস্ব জোন-৭ এ দেওয়া হয়েছে আজিজুর রহমান মন্ডলকে, রাজস্ব জোন -৮ থেকে বদলি করে রাজস্ব জোন-৫ এ দেওয়া হয়েছে শাহ আলমকে, রাজস্ব জোন-৫ এ বদলি করা হয়েছে আব্দুল সালাম খানকে।

বিজ্ঞাপন

এ ছাড়া রাজস্ব জোন-৬ থেকে বদলি করে রাজস্ব জোন-৭ এ দেওয়া হয়েছে আব্দুল হাকিমকে এবং রাজস্ব জোন-১০ থেকে বদলি করে রাজস্ব জোন-১ এ দেওয়া হয়েছে রবিউল আলমকে।

আরটিভি/এসএইচএম/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |