বিগত সরকারের আমলের বহুল আলোচিত ‘আয়নাঘর’ উন্মোচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ‘কাউন্সিল অ্যাগেইন্সট ইনজাস্টিস’ (সিএআই) নামে একটি সংগঠন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার বিকেল থেকে তারা র্যাব-১ এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের আমরা অনুরোধ করে বলেছিলাম, আপনাদের অবস্থান কর্মসূচির কারণে আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। কিন্তু রাত ১টা পর্যন্ত তারা সরেননি।
জাহিদুল করিম বলেন, গেট দিয়ে আমাদের গাড়ি বের হতে পারছে না। রাতে যেসব অপরাধ সংঘটিত হয়, সেগুলো প্রতিরোধে আমরা টহলে যাই। গেট বন্ধ করে রাখায় আমরা যেতে পারছি না।
র্যাব-১ এর এই অধিনায়ক বলেন, উনারা যে দাবি করছেন, সেটা র্যাব-১ এর পক্ষে মেটানো সম্ভব নয়। কারণ আমাদের সেই ক্ষমতা নেই।
প্রসঙ্গত, চলমান এই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সিএআই-এর আহ্বায়ক মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক মো. রিজওয়ান ও শাহ জামাল সজীব।
তাদের দাবিগুলো হলো—হাসিনা রেজিমের সব গোপন বন্দিশালা (আয়নাঘর) জাতির সামনে উন্মোচন করতে হবে; র্যাব, সিটিটিসি, এটিইউসহ যেসব বিশেষায়িত বাহিনী ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার হয়েছে, সেগুলো বিলুপ্ত করতে হবে; গুমের শিকার ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ প্রদান ও সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে; গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং অ্যান্টিটেরোরিজম অ্যাক্ট বাতিল করতে হবে।
আরটিভি/আইএম