ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

হাতিরঝিলে চলন্ত মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, স্কুলছাত্র নিহত

আরটিভি নিউজ

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৪৭ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় রায়হান জাবির (১৬) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত জাবির দক্ষিণ বনশ্রী মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মহানগর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাবিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টায় তার মৃত্যু হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু ইনসা আবির সানি বলেন, বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানার মহানগর বাস স্ট্যান্ড এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক জাবিরকে ধাক্কা দেয়। পরে আমরা খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। রামপুরা দক্ষিণ বনশ্রী এলাকায় পরিবারের সঙ্গে থাকত জাবির। 

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাতিরঝিল থেকে আহত অবস্থায় এক স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে মারা যায় সে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে মরদেহটি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

 

বিজ্ঞাপন

 

 

 

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |