প্রেসক্লাবের সামনে অবরোধ কর্মসূচিতে আউটসোর্সিং কর্মীরা, তীব্র যানজট

আরটিভি নিউজ 

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:০০ পিএম


প্রেসক্লাবের সামনে অবরোধ কর্মসূচিতে আউটসোর্সিং কর্মীরা, তীব্র যানজট
ছবি: সংগৃহীত

চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এর ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের ব্যানারে সড়ক অবরোধ করেন তারা। 

এর আগে, সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব স্ব প্রতিষ্ঠানে চাকরিতে স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করেছে সারাদেশ থেকে আগত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত কয়েক হাজার কর্মকতা-কর্মচারী।

বিজ্ঞাপন

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের আয়োজনে সমাবেশ শেষে দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন তারা। এসময় ব্যানার হাতে মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দেন অবরোধে যোগ দেওয়া আউটসোর্সিং কর্মীরা।

তাদের দাবি, ঠিকাদার পদ্ধতি বাতিল করে চাকরিতে স্থায়ীকরণ, বার্ষিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধসহ সকল বৈষম্য দূর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

এ সময় আর কোনো আশ্বাস নয়, এবার দাবি আদায়ের চূড়ান্ত ফলাফল না পেলে রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন আউটসোর্সিং হিসেবে কর্মরত কর্মকতা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission