রামপুরা-মালিবাগ রুটে চলাচলে মানতে হবে নতুন নির্দেশনা

আরটিভি নিউজ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:৪৫ পিএম


রামপুরা-মালিবাগ রুটে চলাচলে মানতে হবে নতুন নির্দেশনা
রাজধানীতে বাস চলাচল

রাজধানীতে যানজট কমিয়ে আনতে আরো কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় রামপুরা-মালিবাগ রুট ও খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকায় চলাচলে মানতে হবে ডিএমপির নতুন নির্দেশনা। ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় আবুল হোটেল ও মদিনা হোটেল ক্রসিং, মালিবাগ রেলগেইট ক্রসিং ও খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকায় প্রতিদিন যানজট লেগেই থাকে। এ জট নিরসন করে জনভোগান্তি কমানোর স্বার্থে ওই এলাকায় কয়েকটি রাস্তা একমুখী করা হয়েছে; যা আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বলবত থাকবে।

বিজ্ঞাপন

নির্দেশনা মতে, আবুল হোটেল ক্রসিং থেকে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত একমুখী চলাচল করবে। এই রুটে যানবাহনসমূহ আবুল হোটেল ক্রসিং হতে উভয় লেনে যানবাহন প্রবেশ করে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত শুধু পূর্বদিকে যাবে।

অপরদিকে, খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলো খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং হতে রাইট টার্ন করার পরিবর্তে সোজা পশ্চিমে গিয়ে মালিবাগ রেলগেইট ক্রসিং হতে রাইট টার্ন করে রামপুরা ব্রিজের দিকে যাওয়া যাবে।

আরও পড়ুন

অন্যদিকে, খিলগাঁও ও তালতলা থেকে আবুল হোটেলগামী যানবাহনগুলো মদিনা হোটেল ক্রসিং থেকে রাইট টার্ন করার পরিবর্তে সোজা দক্ষিণে গিয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংয়ে এসে রাইট টার্ন করে মালিবাগ রেলগেইট হয়ে রামপুরা ব্রিজের দিকে বা মৌচাকের দিকে যাতায়াত করতে পারবেন।

যানবাহন চালকদের আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এবং মালিবাগ রেলগেইট ক্রসিং স্কেচম্যাপ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission