ঢাকারোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

মোহাম্মদপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১২

আরটিভি নিউজ

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ০১:৫৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দিনব্যাপী  অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) দুপুরে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১২ জনকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলো, সজিব (২০), ইমরান (১৯), বিজয় (২০), নাদিম (২০), আহাদ (২২), রবিউল (২১), হৃদয় (১৯), সোহান (২৪), সাগর (১৯), আবদুল হাকিম (২২), মোরসালিন (২৪), মনির হোসেন (১৯)।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এমএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |