পাল্টাপাল্টি ধাওয়ার পর সরে গেল হিযবুতের কর্মীরা, পরিস্থিতি স্বাভাবিক

আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ , ০৩:৩৪ পিএম


পাল্টাপাল্টি ধাওয়ার পর সরে গেলো হিযবুতের কর্মীরা, পরিস্থিতি স্বাভাবিক
ছবি: সংগৃহীত

হিযবুত তাহরীরের মার্চ ফর খিলাফাহ কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিচার্জের পর পল্টন-বিজয়নগর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকার পর এলাকাটিতে যান চলাচল শুরু হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের সঙ্গে নামাজের পর থেকে শুরু হয়ে হিযবুত কর্মীদের এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে সোয়া দুইটা পর্যন্ত। এসময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে দেখা যায়, রাজধানীর পল্টন মোড় এলাকায় এখনো সতর্ক অবস্থানে আছে পুলিশ। তবে হিযবুতের কাউকে দেখা যায়নি।

বিজ্ঞাপন

রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, হিযবুত তাহরীর সদস্যদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, যানচলাচল শুরু হয়েছে। তবে তারা আবারও যেন সংগঠিত হতে না পারে সে জন্য সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। হিযবুত তাহরীরের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নিষিদ্ধ সংগঠনটি জুমার ফরজ নামা শেষ হতেই মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যায়। এরই মধ্যে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করে নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এর ফলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

এরপর মিছিল নিয়ে পানির টাংকি এলাকায় গিয়ে তাদের স্লোগান দিতে থাকে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের পেছন থেকে লাঠিচার্জ এবং টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় মিছিলকারীরা ফের বায়তুল মোকাররমের দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায়।

বিজ্ঞাপন

দুপুর ২টা ১৫ মিনিটের পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের পানির ট্যাংকি এলাকা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়।

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission