ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী চালক দলের নেতা ও তার ছেলের বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০৪:৫৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

‘অবৈধ অস্ত্র ও ছাত্র-জনতার হত্যাকারীরা’ লুকিয়ে আছে-এমন কথা রটিয়ে ‘মব’ সৃষ্টি করে ঢাকার গুলশানে একটি বাড়ি লুট করতে যাওয়া কথিত ‘জাতীয়তাবাদী চালক দল’-এর সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার ও তার ছেলে শাকিল খন্দকারের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলা করা হয়। মামলার বাদী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর। 

আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, ‘অবৈধ অস্ত্র ও ছাত্র-জনতার হত্যাকারীরা’ লুকিয়ে আছে-এমন কথা রটিয়ে ‘মব’ সৃষ্টি করে ৪ মার্চ ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসা লুট করার বিষয় নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি কথিত ভুয়া ‘জাতীয়তাবাদী চালক দল’-এর সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ জাতীয়তাবাদী আইনজীবী ফরমের একজন আইনজীবী মামলা করেছেন।

কায়সার কামাল আরও বলেন, ভবিষ্যতে যারা বিএনপির নাম ভাঙিয়ে ভুয়া সংগঠন কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে, তাদের বিরুদ্ধেও একই রকমের আইনগত ব্যবস্থা নেবে বিএনপি।

গুলশানে বাড়ি লুটের ঘটনায় জুয়েল খন্দকার, তার ছেলে শাকিল আহমেদসহ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এরপর জুয়েলকে জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান সংগঠনের সভাপতি জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

আরটিভি/একে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |