ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

আরটিভি নিউজ

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০৮:৩৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীতে ছুরিকাঘাতে রনি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শাহআলী থানাধীন রাসেল পার্কের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাসেল পার্কের সামনে রনি নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। কেউ বলছে তিনি বেকার, আবার কেউ বলছে রিকশা চালাতেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় বিরোধের জেরে ৮ থেকে ১০ জনের একটি দল রনিকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করেছে। আমরা হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। 

ওসি বলেন, মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |