ঢাকা

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ১১:৩৪ এএম


loading/img
ফাইল ছবি

রাজধানীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে ডেমরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মো. ওবায়দুর রহমান (২৭)। তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়া মুন্সি বাড়ি এলাকার আব্দুর রব মুন্সীর ছেলে।

বিজ্ঞাপন

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জীবন বলেন, ডেমরার মীরপাড়া সিএনজি পাম্প এলাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে অছিম পরিবহনের একটি বাস ওবায়দুর রহমানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |