ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

১৫০ শিশুকে ঈদ পোশাক দিলো ‘এসো গড়ি ফাউন্ডেশন’

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ১১:৫৯ পিএম


loading/img
পথশিশু কিশোর-কিশোরীর মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদের জামায় খুশির সাজ সবার মাঝে ছড়িয়ে যাক এই শ্লোগানকে সামনে রেখে এসো গড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেড় শতাধিক পথশিশু কিশোর-কিশোরীর মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর খিলগাঁও গর্ভ: স্কুল এন্ড কলেজ মাঠে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার ৩ কোটিরও বেশি শিশু দারিদ্রসীমার নিচে বসবাস করছে। মোট জনসংখ্যার যেখানে ৪৫ ভাগই শিশু সেখানে জনসংখ্যার এই বিরাট অংশ যদি দারিদ্রসীমার নিচে বসবাস করে, তাহলে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় কিছুতেই। মানুষের বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদাগুলো রয়েছে তাতে এই ছন্নছাড়া শিশুদের কোনো অধিকারই নেই। একটি উন্নয়নশীল দেশের অংশ হয়ে এই বিপুল সংখ্যক শিশু রোজ না খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, ক্ষুধার কষ্টে চড়-থাপ্পড় খেয়েও সাধারণ পথযাত্রীর কাছে হাত পেতে থাকে কিছু টাকার জন্য। আমরা কেউ কেউ করুণা করি ওদের, কেউ কেউ প্রচণ্ড অহংকারে গায়ে হাত তুলি। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বাজেটের যে অংশ বরাদ্দ করা হয় সেটাও তারা চোখে দেখে না।

বিজ্ঞাপন

ফাউন্ডেশনের সদস্য সচিব তানভীর এর সঞ্চালনায় ও ফাউন্ডেশনের পরিচালক রায়হান হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রোকেয়া জামান, স্বাগত বক্তব্য রাখেন বহুল জনপ্রিয় নৃত্য শিল্পী ও সংবাদ  উপস্থাপক, মোবাশ্বিরা নুসরাত তাসনিয়া উপ্তি।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |