ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

মিয়ানমারে বাংলাদেশ রেড ক্রিসেন্টের সহায়তা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ০৯:৩৮ পিএম


loading/img
মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)

মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। সহায়তার মধ্যে রয়েছে এক টন হাইজিন কিট, ৮ টন শুকনা খাবার, দুই দশমিক ৫ টন পানি, চার টন ওষুধ, এক টন হাইজিন পণ্য ও দেড় টন ত্রাণ তাঁবু।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) বিডিআরসিএসের চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.) কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটিতে সহকারী বিমান বাহিনী প্রধান এভিএম জাভেদ তানভীরের কাছে আনুষ্ঠানিকভাবে ২০০ প্যাকেট হাইজিন কিট হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নির্দেশে মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহণ বিমানের মাধ্যমে জরুরি ওষুধ এবং ত্রাণ সামগ্রীর দ্বিতীয় চালানে এ সহায়তা পাঠানো হয়েছে। ৩৭ সদস্যসহ মোট ৫৫ জন উদ্ধারকারী এবং চিকিৎসক মিয়ানমারের জন্য জরুরি উদ্ধার কাজ ও সহায়তায় পাঠানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

হস্তান্তর অনুষ্ঠানে বিডিআরসিএসের উপমহাসচিব সুলতান আহমেদ, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা, কর্নেল শফিকসহ বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |