ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস।
বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ ইসমাঈল, প্রকৌশলী কামরুল ইসলাম ও প্রকৌশলী ইমরুল কায়েস পরাগ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার দাবি করেন। স্বাধীন ফিলিস্তিনের জন্য সকল ধরনের কূটনৈতিক তৎপরতা চালানোসহ বিশ্ব-নেতৃত্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি আওয়ামী সরকারের আমলে বাংলাদেশি পাসপোর্ট হতে ইসরাইল ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার প্রতিবাদ করে তা আবারও বলবৎ করার দাবি জানান নেতারা।
মানববন্ধনে বক্তারা ইসরায়েলি বর্বরতা থামাতে চাপ প্রয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত উদ্ভাবনসহ বুদ্ধিবৃত্তিক নানাবিধ উদ্যোগে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় প্রকৌশলীদের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে পরিচালিত সম্ভাব্য সকল কার্যক্রমে মানবতাবাদী বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানানো হয়।
আরটিভি/এএইচ