ঢাকা

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টারের উদ্বোধন

আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০৪:৩২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে চালু করা হলো হিটস্ট্রোক সেন্টার। বর্তমান চলমান তাপপ্রবাহ মোকাবেলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ২৫ শয্যাবিশিষ্ট হিটস্ট্রোক সেন্টারের উদ্বোধন করা হয়। যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামুল্যে প্রদান করা হবে। 

বিজ্ঞাপন

হিটস্ট্রোক সেন্টারের উদ্বোধনকালে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, তাপপ্রবাহ চলাকালীন সময়ে  তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগী সংখ্যা বেশি হলে প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো যাবে। এছাড়াও তিনি উল্লেখ্য করেন এই হাসপাতালে ২য় তলায় আই সি ইউ এর ব্যবস্থা রয়েছে। জটিলতা দেখা দিলে রোগীদের  স্থানান্তরের ব্যবস্থা করা হবে। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫টি এম্বুলেন্স রয়েছে। নাগরিকগন তাদের প্রয়োজনে ফোন করে এম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবে বলে জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।  

বিজ্ঞাপন

বর্তমানে শহরজুড়ে তাপপ্রবাহ চলছে যা ঢাকার মতো ইট, কাঠের নগরে চরম মাত্রায় স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে। এ বিষয়টি বিবেচনা করে, চলমান তীব্র তাপদাহ মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১ টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে, মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানা সমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণকে নির্দেশ প্রদান করেছে ডিএনসিসি প্রশাসক।   

ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস( জাতীয় জরুরী সেবা) ৯৯৯ এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই জরুরী জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকগণ ৯৯৯ এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে পাবে। 

 

বিজ্ঞাপন
Advertisement

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |