ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মুখ খুললেন উপদেষ্টা মাহফুজকে বোতল ছুড়ে মারা যুবক

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ০৫:৫২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারা যুবক হুসাইন অবশেষে মুখ খুলেছেন। রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে জানিয়ে হুসাইন বলেন, আমি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ মে) এসব কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের এই শিক্ষার্থী।

বোতল ছুড়ে মারার বিষয়টি ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে তিনি বলেন, আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বোতল ছুড়ে মারিনি। বোতলটি আকাশের দিকে নিক্ষেপ করি। কাউকে আহত বা অপমান করার জন্য এ কাজটি করিনি।

বিজ্ঞাপন

নিজেকে জুলাই অভ্যুত্থানে রাজপথের যোদ্ধা দাবি করে হুসাইন বলেন, আমার নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি শিবির, ছাত্রলীগ কিংবা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই। জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় পুলিশ আমাকে পিটিয়েছে; সেখানে আজকে আমাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে।

হুসাইন জানান, গতকালের ঘটনার পর আমাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তারা ক্যাম্পাসের আশপাশেই থাকে বলে জানাচ্ছে। ক্যাম্পাসে গেলে মব দিয়ে আমাকে হেনস্তা করার হুমকি দিচ্ছে অনেকে।

এর আগে, বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার একপর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারেন হুসাইন। এ রকম একটি ভিডিওটি ছড়িয়ে পরার পর থেকে আলোচনায় আসেন তিনি। অনেকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়েছেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরটিভি নিউজ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |