ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

মোহাম্মদপুরে ছিনতাইকারী ও মাদক কারবারি গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ১০:১১ পিএম


loading/img
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী-মাদককারবারি গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে চিহ্নিত কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদককারবারি জনি-রবিন গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বিজ্ঞাপন

শনিবার (৩১ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন মো. নাসির খান জনি (২৫) ও মো. রিপন মিয়া (২৪)।

বিজ্ঞাপন

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার সিটিটিসি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা, বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে মো. নাসির খান জনি এবং মো. রিপন মিয়াকে গ্রেপ্তার করে। তারা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। একইসঙ্গে তারা কিশোর গ্যাং পরিচালনা এবং ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদককারবারের সঙ্গেও জড়িত।

তিনি আরও বলেন, গ্রেপ্তার মো. নাসির খান জনি মোহাম্মদপুর ও আদাবর থানার একাধিক মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি। তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তালেবুর রহমান।

আরটিভি/কেএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |