ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না ১৮ দিন, ভুগবে যেসব এলাকার বাসিন্দা

আরটিভি নিউজ

বুধবার, ০৪ জুন ২০২৫ , ০১:০১ পিএম


loading/img
ফাইল ছবি

বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের কারণে টানা ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাভুক্ত কিছু এলাকা।  

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।  

বার্তায় বলা হয়েছে, আগামী ১১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বনানী, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা এবং খিলক্ষেত এলাকায় দৈনিক এক বা একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ঘটতে পারে। তবে, তা প্রতিবারে এক ঘণ্টার বেশি নয়।

বিজ্ঞাপন

ডেসকো জানিয়েছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট প্রয়োজন হচ্ছে। এতে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |