মেট্রোরেলের ভাঙা পিলারের ছবি ভাইরাল, যা জানা গেল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ০৩:০৬ পিএম


মেট্রোরেলের ভাঙা পিলারের ছবি ভাইরাল, যা জানা গেল
ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের একটি পিলারের ছবি ভাইরাল হয়েছে। যেখানে পিলারের উপরের অংশে ফাটলের পাশাপাশি বড় একটি গর্ত দেখা যাচ্ছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও আইডি থেকে ছবিটি প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপন

সোশ্যালে ছড়িয়ে পড়া ছবিটির সঙ্গে একাধিক ক্যাপশনও পাওয়া যায়। যারমধ্যে একটিতে ঘটনাস্থল হিসেবে ‘জয় বাংলা পিলার সামলা। লোকেশন শেওড়াপাড়া’ শীর্ষক ক্যাপশনও দেখা যায়। ইন্টারনেটে ছবিটি প্রচার করে দাবি করা হচ্ছে, মেট্রোরেলের শেওড়াপাড়ার ওই পিলারটি ভেঙে গেছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত মেট্রোরেলের ভাঙা পিলারের ছবিটি আসল নয় বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন একটি ছবি সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে মূল ছবিটিতে পিলারের অংশ ভেঙে পড়েনি বরং, অল্প ফাটলসদৃশ অবস্থা দেখা যাচ্ছিল।

বিজ্ঞাপন

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, রিভার্স সার্চে ‘Civil Engineering Classroom’ নামে একটি ফেসবুক গ্রুপে ‘Ayat Ullah’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৩১ মে তারিখে “এগুলো ফাটল নাকি অন্যকিছু?” শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ছবি পোস্ট হতে দেখা যায়। উক্ত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির তুলনা করলে ভেঙে পড়া অংশ ব্যতীত বাকী সবকিছুর হুবহু মিল পাওয়া যায়। এমনকি চিহ্নিতকরণ অংশেরও  মিল রয়েছে।

4

এ ছাড়া “ফাটল ধরেছে মেট্রোরেলের পিলারে, মেট্রোরেল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি মেট্রোরেলের প্রতিটি পিলার যেন ভালো করে চেক করা হয়….” শীর্ষক ক্যাপশনেও অল্প ফাটলসদৃশ উক্ত ছবিটি প্রচার হতে দেখা যায়।

বিজ্ঞাপন

এ ছাড়াও গত ২ জুনে ‘P295’ নামক উক্ত পিলারটির ফাটল মেরামতের ভিডিও দাবিতে একটি ভিডিও মেট্রোরেল সংক্রান্ত একটি ফেসবুক গ্রুপে ‘Welcome Bangladesh’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। উক্ত ভিডিওটিতে অল্প ফাটলসদৃশ অবস্থার মেরামত করতে দেখা যায় তবে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মতো ভেঙে পড়ার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আলোচিত ভাঙা পিলারের ছবিটির বিষয়ে অনুসন্ধানে ‘BANGLADESH METRO RAILWAY INFORMATION (বাংলাদেশ মেট্রোরেলের তথ্য)’ নামক একটি ফেসবুক গ্রুপে গত ৩১ মে তারিখে “এটা কি সত্যিই? লোকেশন শেওড়াপাড়া” শীর্ষক ক্যাপশনে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি পোস্ট হতে দেখা যায়। উক্ত ছবিটির মন্তব্যের ঘর পর্যবেক্ষণ করলে দেখা যায়, ‘Sazzad Hossain’ নামক এক ফেসবুক ব্যবহারকারী আলোচিত ভাঙা পিলারের ছবিটি সংযুক্ত করে মন্তব্য করেছেন, “কিছুক্ষণ আগেই আমি এডিট করে মজা করে কমেন্ট করলাম আপনি আবার পোস্ট দিয়ে দিলেন”। এ থেকে বুঝা যায় যে উল্লিখিত সাজ্জাদ হোসাইনের মতে ভাঙা পিলারের ছবিটি তার নিজের সম্পাদিত ছবি। এ বিষয়ে সাজ্জাদ হোসাইনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ছাড়াও এ বিষয়ে রিউমর স্ক্যানার টিমের একজন অনুসন্ধানকারী সরেজমিনে গিয়ে উক্ত পিলারটি পর্যবেক্ষণ করেও তাতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির অনুরূপভাবে মেট্রোরেলের পিলার ভেঙে পড়ার কোনো প্রমাণ পাননি।

সুতরাং, মেট্রোরেলের ভাঙা পিলারের ছবি দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।

আরটিভি/একে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission