রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ জুন) দিন ও রাতে অভিযান পরিচালনা করে বিভিন্ন অভিযোগে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, আদাবর থানা এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, মাদক কারবার ও অন্যান্য অভিযোগে জড়িত এই ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন শাহানা (২৭), সুমি (২৩), সুমাইয়া (২৩), নিলুফা (২৩), সেলিনা (২৫), শ্রবন্তী (২১), আশা (১৮), আয়শা (১৯), শিল্পী (২৬), সাথী (১৯), মুন্নি (২৪), শাহানা (২৪), মীম (১৮), সায়েমা (২৩), ঋতু (২৭), মনিকা (২৮), মোশারফ (৩২), রাজ্জাক (৫০) মধু (৪২) ও মো. মানিক (৪০)।
এদিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মো. রাকিব (১৯), মো. মুন্না (১৮) ও ইয়াসিন রহমান তানভীর (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়া অন্যান্য অভিযোগের আসামিরা হলেন মো. আলামিন (১৯), মো. নাজিম উদ্দিন (১৮), মো. হৃদয়(২০), মো. আকাশ মিয়া (২২), মো. রাজিব(২০), মো. আসিফ (২০) ও মো. সাকিব (২৪)।
পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে অভিযান চলমান আছে।
আরটিভি/আইএম