ঢাকারোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ০৭:০১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঝটিকা মিছিলবিরোধী অভিযান চালিয়ে আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. হুমায়ুন কবীর সুজন (৫৩), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী সরদার (৪৬) ও আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসানকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) ও বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, বুধবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে হুমায়ুন কবীর সুজনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। পরে বৃহস্পতিবার (৫ জুন) ভোর ৫টার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল।

বিজ্ঞাপন

অন্যদিকে, বুধবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান হাউজিং এলাকা থেকে গোলাম রাব্বানী সরদারকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল। রাব্বানী মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ সহযোগী এবং ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক। 

ডিবি আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |