ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ঈদের দিন রাজধানীতে স্বস্তির বৃষ্টি

আরটিভি নিউজ

শনিবার, ০৭ জুন ২০২৫ , ০১:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। চলছে পশু কোরবানির কার্যক্রম। এর মাঝে স্বস্তির বৃষ্টি রাজধানীতে। সেই সঙ্গে রয়েছে বাতাস। ফলে সকালের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।

বিজ্ঞাপন

শনিবার (৭ জুন) সকাল থেকেই রাজধানীর আবহাওয়া ছিল মোটামুটি গুমোট। আকাশে লক্ষ্য করা গেছে কালো মেঘের ঘনঘটা। দুপুর ১২টা নাগাদ শুরু হয় বৃষ্টি।

এদিকে, ঈদের ছুটি থাকায় রাজধানীর সড়কে গণপরিবহন কম দেখা গেছে। ফাঁকা সড়কে চলাফেরায় স্বস্তি মিলছে নগরবাসীর। যদিও সড়কে গণপরিবহনের সংখ্যা কম।

বিজ্ঞাপন

এর আগে, সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। তবে বায়তুল মুকাররম মসজিদসহ রাজধানীর বিভিন্ন অঞ্চলের মসজিদে সকাল সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজ আদায় করেই ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানি দিতে ব্যস্ত হয়ে পড়েন। ঢাকায় কোরবানির নির্ধারিত স্থান না থাকায় যে যেখানে খুশি পশু কোরবানি দিচ্ছেন। কোরবানির পশু মাংস কাটাকাটির মধ্যেই দুপুর ১২টার দিকে রাজধানীতে বৃষ্টির দেখা মিলে।

উল্লেখ্য, শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সেইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |