রাজধানীর মিরপুর বেনারসি পল্লী এলাকায় কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে সিফাত (১৮) নামে অপর এক বন্ধু খুন হয়েছেন।
রোববার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সিফাতের বাবা মো. শাহিন জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে। বর্তমানে মিরপুর বেনারসি পল্লী এলাকায় থাকেন। সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে সিফাত।
তিনি আরও জানান, রোববার রাতে বেনারসি পল্লী এলাকায় বন্ধু আসিফের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসিফ, সিফাতের পেটের বাম পাশে আঘাত করে।
তখন অন্য বন্ধুরা মিলে সিফাতকে স্থানীয় ইসলামি ব্যাংক হাসপাতালে নিয়ে যায় জানিয়ে মো. শাহিন বলেন, খবর পেয়ে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই মারা যায় সে।
তবে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছিল তা জানাতে পারেনি স্বজনরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে সিফাত নামে একজনের মৃত্যু হয়েছে।
আরটিভি/একে