ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বান্ধবীর সঙ্গে খিচুড়ি খেতে বের হয়েছিলেন অমিত, অতঃপর...

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১২:৪৩ পিএম


loading/img

রাজধানীতে বান্ধবীর সঙ্গে খিচুড়ি খেতে বের হয়ে অমিত হাসান (২২) নামে এক যুবক দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত অমিত হাসান কিশোরগঞ্জ সদর উপজেলার মৃত দুলারের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর কলেজগেট এলাকায় থাকতেন।

বিজ্ঞাপন

নিহতের ছোটবোন সানজিদা আক্তার বলেন, রাত ৩টার দিকে এক মেয়েবন্ধুর সঙ্গে অমিত সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তায় খিচুড়ি খেতে যায়। কিছুক্ষণ পর ওই মেয়েটি আমাদের বাসায় এসে খবর দেয়, অমিতকে সেখানে কয়েকজন মিলে মারধর ও কুপিয়ে আহত করেছে। সঙ্গে সঙ্গে আমরা সেখানে গিয়ে অমিতকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই।

তিনি আরও বলেন, প্রথমে অমিতকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ও পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক গণমাধ্যমকে বলেন, অমিতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জেনেছি, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে একটি মারামারির ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অমিত মারা গেছেন। 

বিজ্ঞাপন

এসআই সামিউল হক বলেন, বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |