রাজধানীতে একটি আবাসিক হোটেল থেকে সেলিম জাহান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ওয়ারীর জয় কালী মন্দির এলাকায় ‘ওসমানী ইন্টারন্যাশনাল’ নামের একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সেলিম জাহান শরীয়তপুরের পালং উপজেলার ছোট সন্দীপ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে গতকাল দিবাগত রাতে ওই হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে ওই ব্যক্তিকে বাথরুমের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে আমরা কক্ষে তার চিকিৎসার জন্য কিছু কাগজপত্র পাই। ওই চিকিৎসাপত্র থেকে জানা যায়, গত ২১ জুন চিকিৎসার জন্য ঢাকায় এসে ওই ব্যক্তি হোটেলটির একটি কক্ষ ভাড়া নেন।
তিনি আরও বলেন, সেলিম জাহানের চিকিৎসাপত্রের থেকে আমরা জানতে পারি, তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করছি, বাথরুমে পড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের আত্মীয়-স্বজনরা এরই মধ্যে হোটেলে এসে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করেছেন।
ওসি বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ওই ব্যক্তির মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/আইএম