ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

১০ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার, প্রশংসায় ভাসছে পুলিশ

আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ১২:৪৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীতে ছিনতাইয়ের ১০ ঘণ্টার মধ্যেই দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার নূরে আলম সিদ্দিকীর ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এতে প্রশংসায় ভাসছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) সকালে মোহাম্মদপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর মোহাম্মদপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আক্কেল আলীর নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীমের নির্দেশনায় অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে অফিসের উদ্দেশে বাসের জন্য অপেক্ষা করার সময় দুই ছিনতাইকারী নূরে আলম সিদ্দিকীর ওপর হামলা চালিয়ে মোবাইল, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী সাংবাদিক নূরে আলম সিদ্দিকী বলেন, ছিনতাইয়ের পর হতভম্ব হয়ে যাই। তবে বাংলাদেশ পুলিশের দ্রুত পদক্ষেপে মোবাইলটি ফেরত পেয়ে স্বস্তি লাগছে। তাদের প্রতি কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, মোবাইল ফোন ফিরে পেলেও ছিনতাই হওয়া গুরুত্বপূর্ণ কাগজপত্র এখনও উদ্ধার হয়নি। তবে আশা করছি, পুলিশ বাকি জিনিসপত্রও উদ্ধার করতে পারবে।

নূরে আলম বলেন, এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। 

বিজ্ঞাপন

এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আক্কেল আলী বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত অভিযানে নামে পুলিশ। সে কারণে মাত্র ১০ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তবে মোবাইল ফোনটি একাধিকবার হাতবদল হওয়ায় মূল অপরাধীদের এখনও গ্রেপ্তার করা যায়নি। তাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |