কিছু না বলেই অনেক বলার আর্ট বা কলা হচ্ছে মাইম। তাইতো পরিবেশনার শিরোনাম ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’।
বিজ্ঞাপন
জগন্নাথ ইউনিভার্সিটি মাইম সোসাইটি বুধবার সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমসাময়িক বিষয় নির্ভর মূকাভিনয় প্রদর্শন করলো।
বিশ্বের নানাপ্রান্তে হামেশাই ঘটছে মন খারাপ করা কত কী! চলছে অরাজকতা-গুম,খুন, হত্যা ,ধর্ষন,হামলা।
বিজ্ঞাপন
আর সমাজ এসব দেখেও না দেখার ভান করে। তবে সচেতন মানুষ, বিভিন্ন প্রগতিশীল জনগোষ্ঠী এ নিয়ে বরাবরই সোচ্চার।
আর এসবেরই প্রতিফলন ঘটানো হলো মাইমোড্রামার মধ্য দিয়ে।
এপি/ এসজেড