জয়পুরহাট পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আব্দুর রহিম (৪২) ও আব্দুল মান্নান (৩৬) নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (২৬ জুলাই) ভোর রাতে তাদের আটক করা হয়। তারা হলেন, রহিম ওই উপজেলার রতনপুর গ্রামের হবিবর রহমানের ছেলে ও মান্নান একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, আটককৃত অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। তারা রতনপুর এলাকায় অস্ত্র বেচা-কেনা করছেন- এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়।
এ ব্যাপারে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
এজে