ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বরিশালের বিভিন্ন গ্রামে আগাম ঈদ উদযাপিত

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জুলাই ২০২০ , ১২:৪৮ পিএম


loading/img
ছবি সংগৃহীত

বরিশালের ছয়টি উপজেলার কিছু গ্রামে আগাম পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। এ সকল গ্রামে বসবাসরত চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

বিজ্ঞাপন

আজ সকাল  আটটা থেকে দশটা পর্যন্ত বরিশালের ছয় উপজেলার প্রায় ১২ হাজার মানুষ ঈদের জামাতে অংশ নেয়।

বরিশালের বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ, সদর উপজেলা ও মহানগরীর এ সকল অনুসারী প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে ঈদুল আজহা (কুরবানীর ঈদ) উদযাপন করেছে।

বিজ্ঞাপন

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়িসহ সদর উপজেলার সাহেবের হাট এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে তারা আল্লার সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি দিয়েছে।

নগরীর তাজকাঠি এলাকার হাজি বাড়ি জামে মসজিদে সকাল পৌনে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সভাপতি আমীর হোসেন মিঠু বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |