• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

বাগেরহাটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২০, ১৭:০৩
Bagerhat
ছবি সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের আবুল হাসানের ছেলে রুহুল আমিন (২৮) ও চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবর (২৯)। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।

এতে খুলনা-মোংলা মহাসড়ক প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বাগেরহাটের সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক বাসটি জব্দ ও চালককে গ্রেপ্তার করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটি জব্দ ও চালককে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে কিছু সময়ে জন্য যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ দিয়ে যানজট দূর করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই মোটরসাইকেল আরোহীরা বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছিলেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

জেবি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা
খুলনায় ১১ মামলার আসামিকে গুলি করে হত্যা
খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পরিদর্শনে সেনাবাহিনী
বাগেরহাটে প্রজনন খামারে ১৮ মহিষের মৃত্যু