• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২০, ২০:২০
Rape the child by showing greed for chocolate
চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

লক্ষ্মীপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় স্থানীয় বখাটে বাদশা ওই শিশুকে তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন শিশুটির পরিবার।

ভিকটিমের মা ও চাচা জানান, বাদশার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে ধর্ষণকারী বাদশা পালিয়ে যায়। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরমানুর রহমান জানান, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল, তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়েছি, অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।

আরও পড়ুন: শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
কক্সবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
সিএনজি থেকে নামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ