• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

পঞ্চগড়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২০, ২০:৩৫
Two children died after falling into a pond in Panchagarh
পঞ্চগড়

পঞ্চগড়ে পুকুরে পড়ে নয়ন (২) ও সাব্বির হোসেন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলার তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় পৃথক এলাকায় এ ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, মৃত নয়ন হোসেন জেলার তেঁতুলিয়া উপজেলাধীন শালবাহান ইউনিয়নের বড় দলুয়াগছ এলাকার মমিন হোসেনের ছেলে। অপরদিকে মৃত আরেক শিশু সাব্বির হোসেন জেলার আটেয়ারী উপজেলার তোরেয়া ইউনিয়নের কাটালী গ্রাম এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, আজ দুপুরে শিশু নয়ন তার বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এসময় বাড়ির সবার অগোচরে নয়ন বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এদিকে তার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে নয়নকে ভাসতে দেখেন এবং পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করে।

অন্যদিকে সাব্বির হোসেন তার বাড়িতে খেলার সময় বাড়ির পাশে একটি পুকুরে পড়ে গেলে তার পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে৷

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ও আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছন।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেতুর ওপর থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু
চকরিয়ায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু