নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদস্যরা। গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুরের খোকসা উপজেলার শেখপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শেখপাড়া গ্রামের মৃত বাদল শেখের ছেলে মো. কামরুল ইসলাম (৩৬) ও একই এলাকার মো. জিদ্দার খানের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৩)।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দীন মিরাজ এ তথ্য নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, মো. কামরুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম আল্লাহর দল নামের জাঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। তারা নতুন সদস্য সংগ্রহ করতেন। দলের জন্য নিয়মিত চাঁদা প্রদান এবং অন্যান্য সদস্যদের কাছ থেকে চাঁদা আদায়ের মতো কাজগুলো করতেন।
জেবি