ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

‘আল্লাহর দলে’র দুই সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ , ০৬:৪৯ পিএম


loading/img
ফাইল ছবি

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদস্যরা। গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুরের খোকসা উপজেলার শেখপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শেখপাড়া গ্রামের মৃত বাদল শেখের ছেলে মো. কামরুল ইসলাম (৩৬) ও একই এলাকার মো. জিদ্দার খানের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৩)।

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দীন মিরাজ এ তথ্য নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, মো. কামরুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম  আল্লাহর দল নামের জাঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য।  তারা নতুন সদস্য সংগ্রহ করতেন। দলের জন্য নিয়মিত চাঁদা প্রদান এবং অন্যান্য সদস্যদের কাছ থেকে চাঁদা আদায়ের মতো কাজগুলো করতেন।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |