কুমেক হাসপাতালে করোনা উপসর্গে ১০ মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৬ জন ও আইসোলেশনে ২ জন এবং কোভিড ওয়ার্ডে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ইশতিয়াক জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, হাসপাতালে মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত কুমিল্লার ব্রাহ্মনপাড়ার উপজেলার ২ জন, সামছুল আলম (৬০), সামছুজ্জামান (৫৫), চান্দিনার উপজেলার ২ জন, নুরুল ইসলাম (৭৫), আবদুল মালেক (৬৫), বরুড়ার উপজেলার একজন, ফাতেমা (৬০), লাকসামের উপজেলার একজন, নুরুল আমিন (৬০), কুমিল্লা সিটি করপোরেশন একজন রিয়া (৩০), মাহমুদুর রহমান (৬০), দেবীদ্বারের উপজেলায় একজন, নাসরিন (৪০) ও চৌদ্দগ্রামের উপজেলার একজন, সহিদুল (৫০)।
এনিয়ে ৭৩ দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মোট মৃত্যুর সংখ্যা ৩৬১। যার মধ্যে ৩১৩ জনই মারা গেছে করোনার লক্ষণ উপসর্গ নিয়ে।
এসএস
মন্তব্য করুন