ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

খোলার পরদিনই সৈকতে নেমে ছাত্র নিখোঁজ 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ , ০৮:৩০ পিএম


loading/img
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে মাহফুজ নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছেন। 

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয় এই ছাত্র। 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিখোঁজ ছাত্র মাহফুজ (১৮) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর মিয়াজি এলাকার মাহবুবুর রহমানের ছেলে। তিনি বন্ধুদের সাথে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।

নিখোঁজ মাহফুজের বন্ধু মো. হুমায়ুন জানায়, তারা ২৪ জন মিলে একটি বাসে করে কক্সবাজার বেড়াতে এসেছেন। বেলা ৩টার দিকে তারা লাবণী পয়েন্টে সাগরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে ভেসে থাকে মাহফুজ। তাকে উদ্ধারের জন্য এগিয়ে আরেক বন্ধু জিহাদ। তখন দুইজনই ভেসে যাচ্ছিল। তখন বিষয়টি অন্যদের নজরে আসে। পরে সাগরে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বীচ কর্মীদের জানানো হয়। বীচ কর্মীরা বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালালেও এখন পর্যন্ত নিখোঁজ ছাত্র মাহফুজের সন্ধান পাননি।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত হওয়ার পর থেকে ট্যুরিস্ট পুলিশ ও বীচে নিয়োজিত ডুবুরীরা নিখোঁজ ছাত্রকে উদ্ধারের জন্য নানা চেষ্টা অব্যাহত রেখেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: মাদরাসা ছাত্রের বিরুদ্ধে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |