গাজীপুরের পূবাইল থানার কুদাব এলাকায় ডাকাতির স্বর্ণালঙ্কারসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
এছাড়াও স্বর্ণ বিক্রয় করা দোকানের মালিককে আটক করা হয়। নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পূবাইল থানার ওসি নাজমুল হক বলেন, গেলো ১৭ জুলাই পূবাইলের কুদাব এলাকায় একটি বসতবাড়িতে একদল ডাকাত হানা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে দেশের বিভিন্ন জেলা থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, ডাকাতিকৃত স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের পাশে মরদেহ উদ্ধার
এসজে/পি