চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) রাতে পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- গুলনাহার বেগম ও তার ছেলে রিফাত।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, প্রাথমিকভাবে মা ও ছেলে খুন হয়েছে ধারণা করা হচ্ছে। কেন বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ।
এদিকে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
এসএস