• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

কুরিয়ার সার্ভিসে খাটের মধ্যে এলো ৫১ কেজি গাঁজা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ৩১ আগস্ট ২০২০, ১৮:৪৩
কুরিয়ার সার্ভিসে খাটের মধ্যে এলো ৫১ কেজি গাঁজা

রাজশাহী বোয়ালিয়া থানার মোড় সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫১ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করেছে রাজশাহী র‌্যাব-৫।

আজ সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজাসহ ছয়জনকে আটক করা হয়। কাঠের খাটের মধ্যে করে বিশেষ কায়দায় গাঁজাগুলো পাঠান হুমায়ন কবির নামের এক ব্যক্তি। হুমায়ন কবিরের মোবাইল নম্বরও দেয়া ছিল। গাজা ও খাটের সঙ্গে ডাইনিং টেবিল ও ছয়টি কাঠের চেয়ারও পাঠানো হয়।

র‌্যাব জানায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১৮টি প্যাকেটে গাঁজাগুলো কুমিল্লা থেকে রাজশাহী আনা হয়েছিল। রাজশাহীর জনৈক মুকতুল হোসেন নামের এক ব্যক্তির ঠিকানায় পাঠানো হয়েছিল। মোবাইল নম্বরও দেয়া ছিল। যদিও কৌশলে রেফারেন্স হিসাবে মেয়র, সিটি করপোরেশন, কুমিল্লা লেখা রয়েছে। মাদক ব্যবসায়ীরা তাদের সুবিধার্থে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রকে ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ৬ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- তানোরের সিধাইড় এলাকার মেরাজ উদ্দিনের ছেলে সোহান আলী (২১), একই থানার মৃত আফসার আলীর ছেলে বাদশা (৩২), দেউরাতলা এলাকার ফজর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (২৪), পবা উপজেলার দুয়ারীর আব্দুল কুদ্দুসের ছেলে দুলাল (৩০), বিবাড়িয়া জেলার কসবার থানার বেলতলি এলাকার সুলতান আহমেদের ছেলে মুকতুল হোসেন (৩২) ও একই থানার মাদলা এলাকার আবদুর রহিমের ছেলে বাপ্পি (৩০)। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন: রেলওয়ের জায়গা থেকে একটি চক্রের দখলে রাখা ৪০০ ঘর উচ্ছেদ

এনএম/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে ১১৫ জনের নিয়োগ
এইচএসসি পাসে চাকরি দেবে বাংলাদেশ পুলিশ
বেসরকারি সংস্থায় বিশাল নিয়োগ, নেবে ১৪৫৫ জন
এসএসসি পাসে নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি