• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

আন্দোলনের মুখে বন্ধ হলো স্কুল মাঠে বাণিজ্যিক ভবন নির্মাণ

সীতাকুণ্ড প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২০, ১০:২৩
In the face of the movement, the construction of commercial buildings on the school grounds was stopped
প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের যৌথ সমন্বয় সভা, ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট কে এম উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল ভবনের পরিবর্তে মার্কেট নির্মাণের বিজ্ঞপ্তি প্রকাশ করায় এলাকার ‘প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ’ ‘মাঠ চাই’ দাবিতে আন্দোলন ঘোষণা করে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে মানববন্ধনের আয়োজন করে। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিদ্যালয়ের মাঠে সরেজমিনে দেখতে আসেন। তিনি বিষয়টি নিয়ে প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ ও বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসন এর যৌথ সমন্বয়ে একটি আলোচনা হয়। আলোচনা শেষে মার্কেট নির্মাণের ঘোষণা বাতিল করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন।

প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ ও এলাকাবাসী জানায়, বিদ্যালয় পরিচালনা পরিষদ সম্পূর্ণ অবৈধ উপায়ে স্কুলের মাঠের জায়গায় স্কুল ভবন তৈরির নামে বাণিজ্যিক ভবন নির্মাণ করার জন্য পায়তারা করেছিল। স্কুল পরিচালনা পরিষদের মিটিংয়ে রেজুলেশন পাস হওয়ার আগে থেকেই বিভিন্ন ব্যক্তি থেকে দুই কিস্তিতে তিন লাখ টাকা করে ছয় লাখ টাকা নেওয়ার একটি বিজ্ঞপ্তি জারি করেন। আর এই টাকা নগদে নেওয়া হয়েছে, যা আইনের পরিপন্থী।

স্কুল মাঠের জায়গায় যখন ভবন নির্মাণের ঘোষণা দেওয়া হয় তখন থেকেই এলাকাবাসী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ তাদের আন্দোলন ঘোষণা করেন। এলাকার একমাত্র খেলার মাঠ এটি। এছাড়া এই মাঠে স্বাধীনতাদিবস, বিজয়দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ নানা ধরনের অনুষ্ঠান হয়। এলাকাবাসী ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের আন্দোলনের মুখে স্কুল কমিটি তাদের ঘোষণা বাতিল করতে বাধ্য হন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর উপস্থিতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তিন দিনের মধ্যে যাচাই-বাচাই করে রিপোর্ট দিবেন মাঠ রক্ষা করে স্কুল ভবন কোন জায়গায় নির্মাণ করা যাবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির বলেন, স্কুল মাঠে মার্কেট নির্মাণ করা যাবে না, একাডেমিক ভবন নির্মাণ করতে হবে। আজ (বুধবার) কমিটির সবাই নিয়ে বসব। মাঠ রক্ষা করে কোন জায়গায় একাডেমিক ভবন নির্মাণ করা যাবে সেটা আলোচনা করা হবে।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমাদের প্রিয় অভিভাবক সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি স্কুলের জন্য একটি বহুতল ভবন বরাদ্দ দিয়েছেন। শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, এলাকাবাসীর পক্ষ থেকে তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা চাই শিক্ষার্থীদের জন্য ভবন নির্মাণ হোক। কিন্তু বিদ্যালয়ের মাঠ নষ্ট করে বাণিজ্যিক মার্কেট নির্মাণ করার প্রয়োজন নেই। মার্কেট নির্মাণ করতে হলে বিদ্যালয়ের মাঠের ব্যবস্থা করে তারপর করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন, সাবেক ছাত্র অহিদুন্নবী শোভন প্রমুখ।

উল্লেখ্য, কয়েকদিন আগে ওই বিদ্যালয় মাঠে বাণিজ্যিক মার্কেট নির্মাণের ঘোষণা দিয়ে নোটিশ দিয়েছিলেন প্রধান শিক্ষক বাহাউদ্দিন ভূঞা। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে তিনি ও তার ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেন।
এসএ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রথম ধাপের জয় পেয়েছি, আন্দোলন চলমান: মান্না
কারা পদ ভাগাভাগি করেন, জানালেন হাসনাত
পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের
রায়েরবাজারে ১২৭ জনকে ‘গণকবর’ দেওয়া হয়েছে, দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের