• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

পতেঙ্গায় তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৭
মৃত্যু পতেঙ্গা কনটেইনার
ফাইল ছবি

চট্টগ্রামের পতেঙ্গায় কন্টেইনার ইয়ার্ডে গাড়ির তেলের ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় আরও একজন ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। এই নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ইনকনট্রেড কন্টেইনার ডিপোর শ্রমিকরা কন্টেইনারবগিবাহী বড় ট্রাকের (লরি) তেলের একটি ট্যাংকে ওয়েল্ডিং করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে তেলের ট্যাঙ্কি ও গাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় ওয়েল্ডিং মিস্ত্রি ও তার দুই সহকারীসহ তিনজন ঘটনাস্থলে মারা যান। আহত হন তিনজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে রবিউল নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় বিকেলে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ইনকনট্রেড কনটেইনার ডিপোর অপারেটর জালাল আহমদ আরটিভি নিউজকে জানান, বিকেলে রবিউলকে ঢাকা নিয়ে যাওয়া হয়। রাতে তিনি মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মো. এস খালেদ জানান, ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় আহত রবিউলের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ কারণে তাকে ঢাকায় নিতে বলা হয়েছিল।

এনএম/জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিশু আরাফাতের মৃত্যু