ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

লক্ষ্মীপুরে সেফটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু (ভিডিও)

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ , ০৪:১৪ পিএম


লক্ষ্মীপুরে সেফটিক ট্যাংকে পড়ে গিয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের হোগল ডগী গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

অতিরিক্ত গ্যাস জমে অক্সিজেনের অভাবে এবং তাদের অসচেতনতায় এ মৃত্যুর কারণ বলে জানায় পুলিশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, স্থানীয় বাসিন্দা দিন মোহাম্মদের ছেলে ওমর ফারুক (২৪) ও বাসু মিয়ার ছেলে কামাল হোসেন।

পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা জানান, স্থানীয় দুলু হাজী বাড়ির মিজানের নির্মনাধীন বিল্ডিংয়ের সেফটিক ট্যাংক পরিস্কারে যান তিনজন নির্মাণ শ্রমিক।

এ সময় সেফটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন শ্রমিক ফারুক। কিছু সময় পর ট্যাংকের ভেতর থেকে সে (ফারুক) বের না হলে অপর শ্রমিক কামাল নিচে নামেন। এ দুই শ্রমিকের কোনও সাড়া-শব্দ না পেয়ে ফায়ার সার্ভিসের খবর দিলে তারা এসে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন আরটিভি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |