• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

গোসল করতে নেমে ছাত্রীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪০
ছাত্রী অবহেলা গোসল
পঞ্চগড়

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে ময়না আক্তার (৮) নামে মাদরাসা ছাত্রী নিখোঁজের পর মৃত্যু হয়েছে।

তার বাড়ি সদর উপজেলার সদর ইউনিয়নের শালটিয়া পাড়া গ্রামে। সে ওই গ্রামের ময়নুল হকের মেয়ে। স্থানীয় হাফেজিয়া মাদরাসায় নুরানি বিভাগে পড়াশুনা করছিল শিশুটি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নদীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি ঘটে।

প্রতিবেশী ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে ময়না আক্তার তার দাদীর সঙ্গে করতোয়া কয়েকজন বাচ্চাসহ গোসল করতে যায়। গোসলের সময় গভীর পানিতে যাওয়ার কারণে হঠাৎ করেই নিখোঁজ হয় ময়না। অনেক খোঁজাখুজির পর প্রায় দুই কিলোমিটার দূরে কলোনি পাড়া গ্রামে নদীর পানিতে ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়।

পঞ্চগড় সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার (ওসি) আবু আক্কাছ আহমেদ পানিতে পরে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
পূর্বাচলের লেক থেকে সেই কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার
প্রেম না করায় তুলে নিয়ে ধর্ষণ-নির্যাতন, মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
নড়াইলে গলায় ফাঁস নিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা