ছয় মাস পর কাবাডি খেলতে মাঠে নামলো নড়াইলের মেয়েরা
মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর নড়াইলে পুনরায় মহিলা কাবাডি অনুশীলন শুরু হয়েছে।
মহিলা কাবাডি অনুশীলন উপলক্ষে গতকাল শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে এক প্রীতি মহিলা কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি পরিষদের ব্যবস্থাপনায় প্রীতি খেলায় অংশগ্রহণ করে খুলনা মহিলা কাবাডি দল ও নড়াইল কাবাডি দল।
খেলায় নড়াইল মহিলা কাবাডি দল ২৩-১৮ পয়েন্টে খুলনা মহিলা কাবাডি দলকে পরাজিত করে।
এ সময় উপস্থিত ছিলেন কাবাডি পরিষদের সভাপতি ও নড়াইল জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, কাবাডি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক কৃঞ্চপদ দাস ও কোষাধক্ষ্য আব্দুর রশীদ মন্নু।
প্রসঙ্গত, বাংলাদেশ মহিলা কাবাডী দলে নড়াইলের তিনজন মহিলা খেলোযাড় অংশ নিয়ে থাকেন। মার্চ মাস থেকে করোনাভাইরাসের কারণে মহিলা কাবাডীসহ সমস্ত ধরনের খেলা বন্ধ ছিল। ধীরে ধীরে সকল খেলোয়াড় এখন মাঠে অনুশীলন শুরু করছে।
জেবি
মন্তব্য করুন