নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় বেলাল মিয়া (৩০) নামে এক অটোরিকশাচালককে খুন করে ছিনতাইকারীরা। পরে অটোরিকশা নিয়ে পালানোর সময় তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেলাল মিয়া রংপুর জেলার পীরগঞ্জ থানার কাদিরাবাদ গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। সে ফতুল্লার মুসলিমনগর এলাকার হালিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সরকার জানান, ভোরে ছিনতাইকারীরা অটোরিকশা চালক বেলালকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময়ে বেলালের এক বন্ধু তা দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে। রক্তাক্ত অবস্থায় বেলালকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এসএ/পি