তীরে বসে কথা বলার সময় চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়ে যাওয়া জুতা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজারে নেভাল টু হিসেবে পরিচিত অভয়মিত্র ঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত কিশোররা হলো- নগরীর আলকরণ দোভাষ কলোনির ঝন্টু দেবের ছেলে অংকন দেব (১৫) এবং দোলন দাসের ছেলে জয়ন্ত দাস জিতু (১৬)। এদের মধ্যে অংকন নগরীর জেএম সেন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং জিতু আলকরণ উচ্চ বিদ্যালয়ের একই শ্রেণির ছাত্র।
নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, আলকরণ এলাকার সাত স্কুল ছাত্র নদীর তীরে বসে কথাবার্তা বলছিল। এ সময় জিতুর স্যান্ডেল পড়ে যায় নদীতে। কর্ণফুলী নদীতে তখন জোয়ার ছিল। জিতু সেটি নেওয়ার চেষ্টা করলে পা পিছলে নদীতে পড়ে যায়। তাকে টেনে তুলতে গিয়ে অংকনও পড়ে যায়। দু’জনই তলিয়ে গিয়েছিল। জানতে পেরে এলাকার লোকজন নদীর তীরে জড়ো হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি করে তাদের উদ্ধার করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এসএ/এম