• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

সাত ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে রেল চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ১০:২৩
After seven hours, the Dhaka-Rajshahi,route started running, rtv online, rtv newd
সাত ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে রেল চলাচল শুরু হলো

ঢাকা-রাজশাহী রেল রুটের মৌচাক এলাকায় উত্তরবঙ্গগামী তেলবাহী একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। এ ঘটনায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে মালবাহী ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বিভিন্ন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, গেল রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী তেলবাহী একটি মালগাড়ি মৌচাক এলাকায় পৌঁছানোর পর একটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী রেলরুটের প্রায় এক কিলোমিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ধুমকেতু, সুন্দরবন, একতা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা। পরে রেলের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত এবং লাইনচ্যুত ট্রেন সরিয়ে ফেলার পর আজ সকাল নয়টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের পাঠানোর প্রক্রিয়া মার্চের মধ্যে শুরুর আশ্বাস
ট্রাম্পের আদেশের পরপরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ বাংলাদেশি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
পাটুরিয়া ও আরিচায় ফেরি চলাচল বন্ধ