ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ছবিতে দেখুন আল্লামা শফীর জানাজা

আরটিভি নিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ , ০৩:১০ পিএম


loading/img
আল্লামা শফীর জানাজার দৃশ্য

না ফেরার দেশের শীর্ষস্থানীয় আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী। শেষ হয়েছে তার জানাজা। প্রিয় ব্যক্তিত্বকে শেষ দেখার জন্য তার জানায় শরিক হবার জন্যে কয়েক লাখ মানুষ উপস্থিত হন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা এবং স্বেচ্ছাসেবকরা অনুমান করে জানিয়েছেন, জানাজায় প্রায় ৪ থেকে ৫ লাখ মানুষ উপস্থিত হন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে গেছেন আল্লামা শফীর ছাত্র, শিষ্য, ভক্ত ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ। কোরআন তেলাওয়াত, দোয়ায় মুখর হয় হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণ। 

বিজ্ঞাপন

আল্লামা শফীর জানাজা ঘিরে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিল হাজারো যানবাহন। বন্ধ হয়  আশপাশের দুই কিলোমিটার এলাকায় রাস্তাঘাটের গাড়ি চলাচল। জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। পুরো এলাকাজুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ বাহিনীর সদস্যরাও নিয়োজিত ছিলেন। 

বিজ্ঞাপন

আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আগে হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফীর মরদেহ হাটহাজারী মাদ্রাসায় পৌঁছে। ঢাকা থেকে গাড়িটি ভোরে রওনা হয়। 

বিজ্ঞাপন

আল্লামা শাহ আহমদ শফীর জীবনী বেশ সমৃদ্ধ। উপমহাদেশের প্রখ্যাত আলেম আশরাফ আলী থানভী (রঃ) একমাত্র জীবিত ছাত্র ছিলেন আল্লামা শাহ আহমদ শফী।  তার শত বছরের জীবন ছিল জ্ঞানে পরিপূর্ণ।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

এসএস/জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |