ঢাকাবৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু ৭ ঘণ্টা পর উদ্ধার

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ , ০৭:৪২ পিএম


loading/img
ফাইল ছবি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সোমবার ভোরে চুরি হওয়া এক শিশুকে সদরপুর উপজেলার ঠেঙ্গামারী গ্রামের ইসমাইলের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।  

বিজ্ঞাপন

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার আকলিমা নামের এক প্রসূতির শিশু মেয়ে সোমবার ভোররাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হয়। এ ব্যাপারে আকলিমার স্বজনেরা ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু পাচার আইনে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে ঠেঙ্গামারী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। 

বিজ্ঞাপন

শিশু চুরির ঘটনার সঙ্গে জড়িত নাজমা বেগম ও আকলিমা বেগম নামের দুইজনকে আটক করা হয়েছে। তারা সম্পর্কে মা-মেয়ে। শিশু চুরির ঘটনাটি তারা স্বীকার করেছে। আটক দুইজনকে ফরিদপুর কোতয়ালী থানায় আটক রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মোর্শেদ আলম।

এনএম/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |