• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাবি ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৩
The dilapidated condition of the internal roads of the RU campus
রাবি ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা

দীর্ঘদিন সংস্কারের অভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি ও চারুকলা অনুষদ সংলগ্ন রাস্তায় চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। বন্ধ ক্যাম্পাসে এসে রাস্তার বেহাল দশার চিত্র সামাজিক মাধ্যমে তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। এনিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক ফেসবুক গ্রুপে রাস্তাটি সংস্কার না করায় প্রশাসনের সমালোচনা করছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে রাস্তা সংস্কার করার হোক এমনিতেই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হলের সামনের রাস্তা এবং স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পিছন থেকে চারুকলার গেইট পর্যন্ত বিস্তৃত এ রাস্তাটির বেশিরভাগ জায়গায় পিচ উঠে গেছে। ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে এবং একটু বৃষ্টিতে হাঁটু পানি জমছে এই রাস্তায়। দুর্ঘটনার আশঙ্কায় আছেন এখানকার শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ১০টি অনুষদের মধ্যে কৃষি অনুষদ ও চারুকলা অনুষদে যাওয়ার একটি মাত্র রাস্তা এটি। ক্যাম্পাস খোলা থাকলে এই দুই অনুষদের শিক্ষক শিক্ষার্থীদের এ রাস্তাটি দিয়ে চলাচল করতে হয়। এছাড়া চারুকলা গেট সংলগ্ন মেহেরচন্ডি, কড়ইতলা ও ভদ্রা আবাসিক এলাকার বিভিন্ন মেসে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ রাস্তা দিয়েই যাতায়াত করেন।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন যাবত রাস্তাটি সংস্কারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর দাবি জানিয়ে এলেও আমলে নেননি প্রশাসন। শিক্ষার্থীদের দাবি, খোলা ক্যাম্পাসে রাস্তাটি সংস্কার করতে গেলে তাদের চলাচলে অন্তত কিছুদিন ভোগান্তি সৃষ্টি হতে পারে। তাই এখন যেহেতু ক্যাম্পাস বন্ধ রয়েছে, এই সুযোগে রাস্তাটি সংস্কার করা উচিত।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আগে ভবন নির্মাণের কাজ শেষ করে, পরে এ রাস্তার মেরামত করতে চাইলেও পরবর্তীতে শিক্ষক-শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত মেরামত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাসখানেকের মধ্যেই এ রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে যাবে।

চারুকলা অনুষদের শিক্ষার্থী সানজিদা আলম বলেন, শীতকালে প্রচন্ড ধূলা বালি আর বর্ষা মৌসুমে জমে থাকা পানি আর কাদার কারণে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। রিকশা থেকে অনেকেই পিছলে পরে যায়। আমাদের অনুষদের অধিকাংশ শিক্ষার্থী এ পথ ধরেই চলাফেরা করে। ফলে দেখা যায় ছবি আঁকার প্রয়োজনীয় জিনিসপত্রে কাদা লেগে নষ্ট হয়ে যায়। এই রাস্তার ধার ধরে হাঁটার মতো তেমন কোনো জায়গা না থাকায় অনেক সময় বিভিন্ন যানবাহনের চাকা থেকে বেরিয়ে আসা কাদা লেগে পোশাকও নোংরা হয়ে যায়।

কৃষি অনুষদের শিক্ষার্থী নূরনবী তালুকদার বলেন, ভাঙাচোরা এ রাস্তা দিয়ে গাড়ি কিংবা রিকশায় করে চলাচলের সময় অনেকেই ছোটখাটো দুর্ঘটনার শিকার হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নিলে শিক্ষার্থীদের জন্য সুবিধা হবে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার বলেন, দীর্ঘদিন ধরেই এ রাস্তাটির অবস্থা অনেক খারাপ হয়ে আছে। বিভাগে আসার পথে দেখি এখনও রাস্তার কোনো কোনো জায়গা পানিতে ডুবে আছে। রাস্তাটি প্রায় চলাচলের জন্য অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। কৃষি ও চারুকলা এই দুই অনুষদের ডিন মিলে রাস্তাটি সংস্কারের জন্য গত কয়েকমাস আগে আমরা লিখিত আবেদন জানিয়েছিলাম। তারা (প্রশাসন) সংস্কারের কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা তা জানা হয়নি।

রাস্তাটি সংস্কারের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, রাস্তাটির অনুমোদন হয়েছে। দ্রুত সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। ক্যাম্পাসে উঁচু উঁচু ভবন তৈরির জন্য নির্মাণসামগ্রী আনা হবে। যে রাস্তা দিয়ে আনা হবে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নির্মাণ সামগ্রী আনার পরই রাস্তাটি সংস্কার করার পরিকল্পনা ছিল। তবে পরবর্তীতে রাস্তাটির অবস্থা খুবই খারাপ দেখে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি মাসখানেকর মধ্যেই সংস্কারের কাজ শুরু হয়ে যাবে।
এসএ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীর একমাত্র সরকারি হাঁস-মুরগির খামারের বেহাল দশা
বেহাল কোনাবাড়ি-নয়াপুর সড়ক, ভোগান্তিতে হাজারও মানুষ
নিজের সিনেমার বেহাল দশা দেখে হতাশ পূজা চেরি
সেনবাগে সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী