সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে দলবেঁধে ধর্ষণে মামলার এজাহার নামীয় ৬ নম্বর আসামি ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাসুমের ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিজ্ঞাপন
আজ বুধবার দুপুর ১২টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল কাশেম তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে কড়া নিরাপত্তায় মাসিুমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও শাহপরাণ থানার এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য আসামিদের ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি সৈয়দ শামীম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএস