ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ছাত্রাবাসে দলবেঁধে ধর্ষণ: মাসুমের ৫ দিনের রিমান্ড

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ , ০১:৪৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে দলবেঁধে ধর্ষণে মামলার এজাহার নামীয় ৬ নম্বর আসামি ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাসুমের ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

আজ বুধবার দুপুর ১২টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল কাশেম তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কড়া নিরাপত্তায় মাসিুমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও শাহপরাণ থানার এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য আসামিদের ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বিজ্ঞাপন

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি সৈয়দ শামীম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |