ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ময়মনসিংহে ইমাম হত্যাকাণ্ডে জড়িত দুজন গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ , ০৮:০৩ পিএম


loading/img
আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ইমাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

আজ বুধবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর থানার বরমী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজ শেখ (২৫) ও সুজন মিয়া (২৫)। তারা এ মামলার এজাহারভুক্ত আসামি। 

বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ কামাল আকন্দ আরটিভি নিউজকে জানান, গেলো ১৯ সেপ্টেম্বর গফরগাঁও উপজেলার পাগলা থানার বেলদিয়া গ্রামে এশার নামায শেষে বাড়ি ফেরার পথে সাধুয়া মসজিদের ইমাম হাফেজ মাওলা আজিম উদ্দীনকে  কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 এ ঘটনায় পরদিন তার স্ত্রী বিলকিছ খাতুন বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি সিরাজ শেখ ও সুজন মিয়া। তাদেরকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে তারা সিরাজ শেখ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আরও পড়ুন 

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |